মতিঝিল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (লালবাগ) সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার মো. সেলিম (৫০), মো. দিলু ওরফে বাডু (৩২) ও মোহাম্মদ আলী (২২) আন্তঃজেলা মাদক চক্রের সদস্য।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার (লালবাগ) সহকারী কমিশনার মধুসুদন দাস। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুল এলাকা থেকে তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তারা একটি বেবি কেয়ার ও দুটি বায়োমিল দুধের কৌটায় বিশেষ পদ্ধতিতে ২০ হাজার পিস ইয়াবা বহন করছিলেন। মতিঝিল থানায় মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
Comments