ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাবি শিক্ষকের জামিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের সমালোচনা করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। ১১ সপ্তাহ কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জামিন পেয়েছেন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা মাসুদুর রহমান। তিনি বলেন, ‘হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
মাসুদুর রহমান জানান, গত ১৮ জুন ভোরে রাবি ক্যাম্পাসের বাসভবন থেকে ডিজিটাল সুরক্ষা আইনের দায়ের করা মামলায় কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।
কাজী জাহিদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক। অভিযুক্ত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।
পুলিশ জানিয়েছিল, তাকে গ্রেপ্তারের আগের রাতে তাপস কুমার সাহা নামে একজন আইনজীবী তার বিরুদ্ধে মতিহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করেন।
মামলার জবানবন্দির উদ্ধৃতি দিয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রুহুল কুদ্দুস তখন বলেছিলেন, রাবি শিক্ষক গত ১ ও ২ জুন তার ফেসবুক পোস্টে ‘খারাপ ভাষা’ ব্যবহার করে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সমালোচনা করেছিলেন। সে সময় নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যদিও পুলিশ কর্মকর্তা তখন বলেছিলেন যে রাবি শিক্ষক তার পোস্ট প্রকাশের সময় কারও নাম উল্লেখ করেননি, তবে, মামলার বাদীর দাবি, পোস্টগুলো তিনি নাসিমকে উদ্দেশ্য করেই লিখেছিলেন।
কাজী জাহিদুর রহমান আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। ফেসবুক পোস্টের পরে তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন:
Comments