সহযোগিতার জন্যে জাপানের জনগণকে ধন্যবাদ জানাই: আবে

শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
Shizo Abe
টোকিওতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনে সংবাদ সম্মেলনের আগে জাতীয় পতাকার প্রতি সম্মন দেখাচ্ছেন শিনজো আবে। ২৮ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার স্থানীয় গণমাধ্যম এনএইচকেতে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

আবে বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসা চলছে। আমার খারাপ শরীরের কারণে কোনো খারাপ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেললে তা ঠিক হবে না।’

‘আমাকে সহযোগিতা করার জন্যে জাপানের জনগণকে আমি ধন্যবাদ জানাই,’ যোগ করেন তিনি।

তিনি তার উত্তরসূরীকে সব ধরনের সহায়তা করবেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেও তার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কাকে ও কিভাবে পরবর্তী নেতা নির্বাচন করবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি আবে।

গত জুলাইয়ের মাঝামাঝি থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় উল্লেখ করে আবে জানান যে গত কয়েক বছর ধরে তিনি আলসারেটিভ কলিটিস রোগে ভুগছেন।

গত এক সপ্তাহে তাকে দুই বার হাসপাতালে যাওয়ার পর প্রশ্ন উঠে তিনি তার মেয়াদ পূরণ করতে পারবেন কিনা।

আবের ক্ষমতায় থাকার মেয়াদ রয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন:

স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী আবে

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

39m ago