পূবালী ব্যাংকের এজিএম ও পরিচালনা পর্ষদ নির্বাচন অবৈধ ঘোষণা

pubali-bank-logo-1.jpg

পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গত ৩০ জুলাই প্রতিষ্ঠানটির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার পূবালী ব্যাংকের ওই এজিএম ও পরিচালনা পর্ষদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

এই রায়ের ছয় সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে পূবালী ব্যাংককে নতুন করে এজিএম আয়োজন করার নির্দেশও দেন আদালত।

এই সময়ের মধ্যে ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ পরিচালনার দায়িত্বে থাকবে বলেও রায় দেন হাইকোর্ট।

ভার্চুয়াল পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভার বৈধতা ও নির্বাচন আয়োজনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যাংকের আগের বোর্ডের পরিচালক আরিফ এ চৌধুরীর করা আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আবেদনকারীর আইনজীবী সাকিব মাহবুব দ্য ডেইলি স্টারকে জানান, যথাযথ পদ্ধতি অনুসরণ করে পূবালী ব্যাংকের ৩৭তম এজিএম আয়োজন করা হয়নি।

বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৮ জুলাই একটি বিজ্ঞপ্তিতে বলেছিল, করোনাভাইরাস মহামারি চলাকালে স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা নিশ্চিত করে পূবালী ব্যাংক এজিএম করতে পারবে। তবে, ভার্চুয়াল পদ্ধতিতে এজিএম করার বিষয়ে কোনো নির্দেশনা তখন দেওয়া হয়নি।

আইনজীবী বলেন, ‘কিছু স্বার্থান্বেষী মহল বিএসইসির নির্দেশকে প্রত্যাখ্যান করে ৩০ জুলাই এজিএম করে।’

Comments