সিরাজগঞ্জে অস্ত্রসহ একজন গ্রেপ্তার, ৮টি পাইপগান জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জে আটটি দেশীয় পাইপগানসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ শুক্রবার সকালে বেলকুচি উপজেলার চর-ভবানিপুর কান্দাপারা গ্রাম থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার গোপাল চন্দ্র সূত্রধর (৩৪) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা। ২০১৯ সালেও তাকে আট অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তবে, জামিনে বের হয়ে আবারও তিনি অস্ত্র ব্যবসা শুরু করেছেন।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল আজ ভোর সাড়ে ছয়টার দিকে বেলকুচি উপজেলার চর-ভবানিপুর কান্দাপারা প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে গোপাল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে ব্যাগ থেকে আটটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।’
এসব অস্ত্র গ্রাহককে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানান মিজানুর রহমান।
ওসি আরও জানান, গ্রেপ্তার চন্দ্র সূত্রধরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
Comments