চলে গেলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান

Rahat Khan-1.jpg
সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান। ছবি: সংগৃহীত

সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খান আর নেই। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

রাহাত খানের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন তার সহকর্মী সাংবাদিক নেহাল আহমেদ।

রাহাত খানের স্ত্রী অপর্ণা খানও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন রাহাত খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। 

তিনি ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। রাহাত খান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবাদিক, সম্পাদক এবং লেখক। তিনি দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান।

রাহাত খানকে ১৯৯৬ সালে একুশে পদক ও ১৯৭৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

১৯৭২ সালে রাহাত খানের প্রথম গল্পগ্রন্থ ‘অনিশ্চিত লোকালয়’ প্রকাশিত হয়। তার লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অমল ধবল চাকরি’, ‘ছায়া দম্পতি’, ‘শহর’, ‘হে শূন্যতা’, ‘হে অনন্তের পাখি’, ‘মধ্য মাঠের খেলোয়াড়’, ‘এক প্রিয়দর্শিনী’, ‘মন্ত্রিসভার পতন’, ‘দুই নারী’, ‘কোলাহল’ ইত্যাদি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago