১৫ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
হত্যার ১৫ দিন পর এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ব্এিসএফ।
গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়ার মহিষকুন্ডি সীমান্তে ৮৫/১০(এস) সীমান্ত পিলারের কাছে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
নিহত বাংলাদেশি আবুল কাশেম (৩৫) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
বাংলাদেশের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেওয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত ১৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে নিহত হন।’
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেওয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিংয়ের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বিএসএফের দাবি, নিহত কাশেম অবৈধভাবে ভারতে প্রবেশ করলে জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় এলাকায় বিএসএফ তাকে গুলি করে।’
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত রায়।
নিহত আবুল কাশেমের ভাই আবুল হোসেন মিঠু ডেইলি স্টারকে বলেন, ‘আমার ভাই গরুর ব্যবসা করতেন। ঘটনার দিন তিনি সীমান্তে যান এবং বিএসএফের হাতে নিহত হন।’
Comments