দৌলতপুরে এমপির ফুফাতো ভাইকে সন্ত্রাসীরা হত্যা করেছে

সন্ত্রাসীদের হামলায় কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদসের আপন ফুফাতো ভাই নিহত হয়েছেন।
Kushtia murder
হাসিনুর রহমান। ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের হামলায় কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদসের আপন ফুফাতো ভাই নিহত হয়েছেন।

নিহত হাসিনুর রহমান ডা. জমির উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগের একজন স্থানীয় পর্যায়ের নেতা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ শনিবার সকাল ৮টার দিকে প্রাতঃভ্রমণে বের হন হাসিনুর। সে সময় পশ্চিম-দক্ষিণ ফিলিপ নগরের এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হন।’

দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল। কিন্তু তার আগেই তিনি মারা যান।’

‘মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে’ উল্লেখ করে ওসি নিশিকান্ত বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago