ভূমধ্যসাগরে আটকে আছে অভিবাসী বোঝাই নৌকা, তাৎক্ষণিক সাহায্যের আহ্বান
২১৯ জন অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরের মাঝখানে আটকে থাকা একটি নৌকা জরুরি সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছে। গত বৃহস্পতিবার থেকে নৌকাটি নোঙ্গর ফেলার জন্য একটি বন্দরের খোঁজ করে চলছে।
রয়টার্স জানায়, দ্য লুই মিশেল নামে পরিচিত ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট বানস্কির একটি উদ্ধারকারী নৌকা লিবিয়া থেকে গত সপ্তাহে যাত্রা শুরু করে। অতিরিক্ত যাত্রীর কারণে এটি তীরে ভিড়তে পারছে না বলে জানা গেছে।
জাহাজটির দশ জন ক্রু শনিবার বেশ কয়েকটি টুইটে জানায়, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ইতালি, মাল্টা ও জার্মানির কর্তৃপক্ষের কাছে সহায়তার জন্য আহ্বান করলেও এখনো পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।
টুইটে জানানো হয়, ‘আমরা ক্রমাগত জরুরি পরিস্থিতির দিকে যাচ্ছি। আমাদের তাৎক্ষণিকভাবে সহায়তা প্রয়োজন।’
জাহাজটিতে এক জনের মরদেহ আছে বলেও টুইটে জানানো হয়।
অন্য একটি টুইটে বলা হয়েছে, ডেকে উপচে পড়া ভিড়ের কারণে নৌকাটি চলাচল করতে পারছে না। এদিকে ইউরোপের দেশগুলোর কাছে তাৎক্ষণিক সাহায্যের জন্য বারবার আহ্বান সত্ত্বেও এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেনি।
Comments