পাবনায় চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

চাঁদা দাবি করে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে (২৭) আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদা দাবি করে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে (২৭) আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ছাত্রলীগ নেতা সানাসহ তার ১০-১২ জন সহযোগীর বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

অভিযোগে বলা হয়, ওই ছাত্রলীগ নেতা তার ১০-১২ জন সহযোগীসহ উপজেলার কোনাবাড়ি থেকে পাটগাড়ি পর্যন্ত সড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডারস এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না পারায় তারা প্রকল্পের কর্মীদের মারধর করেন এবং কাজ বন্ধ করে দেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ছাত্রলীগ নেতা সানাকে সাঁথিয়া শহর থেকে আটক করা হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে।’

‘তদন্তে অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রুজু হবে এবং আটক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হবে,’ যোগ করেন তিনি।

যোগাযোগ করা হলে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘সংগঠন কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না। কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়টি জানিয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Comments