রাজধানীর ওয়ারীতে ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর ওয়ারী থানার বনগ্রাম এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্না (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় তার মামাতো ভাই শাহিন (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মুন্নার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
আহত শাহিন বলেন, ‘দুপুরে মুন্নাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হই। বিকেলে বনগ্রাম এলাকায় গেলে কয়েকজন যুবক আমাদের ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা আমাদের ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসেন।’
স্বজনরা এ খবর জানতে পেরে তাদের ন্যাশনাল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
মুন্নার বাবা মনিরুল ইসলাম বলেন, ‘মুন্না গাড়ির হেলপারের কাজ করতো। আর শাহিন ওয়ার্কশপে কাজ করতো। বিকালে নিজের মোটরসাইকেল নিয়ে মুন্না ঘুরতে বের হয়। এরপর লোকের মাধ্যমে জানতে পারি কে বা কারা মুন্না ও শাহিনকে ছুরি মেরেছে। তারা ন্যাশনাল হাসপাতালে আছে। পরে ন্যাশনাল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে, মোটরসাইকেলটি খুঁজে পাইনি। দুজনকে ছুরিকাঘাত করে হয়তো মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মুন্নার পিঠের নিচে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে। শাহিনের পেটে বড় ধরনের ছুরিকাঘাত চিহ্ন আছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
Comments