করোনা আক্রান্ত সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী সিএমএইচে ভর্তি

Abu Osman Chowdhury Photo-1.jpg
আবু ওসমান চৌধুরী। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আজ রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সেক্টর কমান্ডারস ফোরামের (এসসিএফ) মহাসচিব হারুন হাবীব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু ওসমান চৌধুরী (৮৫) মুক্তিযুদ্ধকালে ৮ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্বপালন করেছেন এবং এসসিএফ’র সহসভাপতি ছিলেন।

হারুন হাবীব জানান, আবু ওসমান চৌধুরী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও করোনাকালের আগে তিনি এসসিএফ’র বৈঠকে উপস্থিত থাকতেন। যদিও সেসময় তার কথা বলতে কষ্ট হতো।

আবু ওসমান চৌধুরীর মেয়ে নাসিমা তারিকের বরাত দিয়ে হারুন হাবীব আরও জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ দুপুরে আবু ওসমান চৌধুরীকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হয়।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

1h ago