সোনাদিয়া গভীর সমুদ্র আইন বাতিল
সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন-২০১২ বাতিল করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিল করা হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর কর্তৃপক্ষ আইন, ২০১২’র খসড়া নীতিগত অনুমোদনের বিষয়ে ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার কথা ছিল। কিন্তু, আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে না। কারণ, জাপানি সহায়তায় মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
Comments