বার্সায় আর যেতে চান না লাউতারো!

অনেক দিন থেকেই বার্সেলোনার রাডারে আছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। লুইস সুয়ারেজের উত্তরসূরি হিসেবে এ আর্জেন্টাইন তারকাকেই পছন্দ তাদের। লাউতারোও বার্সায় যেতে মুখিয়ে ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কাতালান ক্লাবে ঘটে যাওয়া না কাণ্ডে তাদে প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এ তরুণ। বার্সায় আর যেতে চাইছেন না বলেই সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম কোরিয়েরে দেল্লে স্পোর্ত।
সংবাদ অনুযায়ী, মূলত মেসি চলে যেতে চাওয়ার কারণেই না-কি মন বদলে ফেলেছেন লাউতারো। এছাড়া, ক্লাবের সেরা তারকার সঙ্গে তাদের ব্যবহারও পছন্দ হয়নি তার। যে কারণে খুব শীগগিরই ইন্টারের সঙ্গে নতুন চুক্তি করবেন বলেও জানিয়েছে তারা। অবশ্য ২০১৮ সালে রেসিং থেকে ২৭ মিলিয়ন ইউরোতে কেনা এ তরুণের চুক্তি রয়েছে ২০২৩ সাল পর্যন্ত। তার ১১১ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের মেয়াদ ফুরিয়েছে গত ১৫ জুলাই। যে কারণে নতুন চুক্তি করতে চাইছে নেরাজ্জুরিরা।
অবশ্য বার্সেলোনায় নতুন কোচ হিসেবে রোনাল্ড কোমান যোগ দেওয়ার পর থেকেই অনেক কিছু বদলে গিয়েছে। তখন থেকেই লাউতারোকে আনার ব্যাপারেও আগ্রহ দেখায়নি তারা। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, লাউতারোর চেয়ে অলিম্পিক লিঁওর মেমফিস দিপাইকে বেশি পছন্দ কোমানের। সুয়ারেজের বিকল্প হিসেবে এই ডাচ তরুণকেই আনতে চান তিনি। গণমাধ্যমে আসা বিষয়টি নিশ্চই নজর এড়ায়নি লাউতারোর।
এদিকে, চলে যাওয়ার নানা গুঞ্জন থাকলেও ইন্টারে কোচ হিসেবে থেকে গেছেন অ্যান্তিনিও কন্তে। আর দলের সেরা তারকাদের কোনোভাবেই ছেড়ে দিতে চাইছেন না তিনি। নিজের পরিকল্পনায় খুব ভালো করেই আছেন লাউতারো। তাই তার সঙ্গে নতুন চুক্তি করার চেষ্টা চালাচ্ছেন এ ইতালিয়ান কোচ। নতুন চুক্তিতে রিলিজ ক্লজের ব্যাপারে উল্লেখ রাখা হবে। তবে ক্লাবটি জানিয়েছে, এখন যেতে চাইলে বর্তমান বাজার মূল্য পরিশোধ করতে হবে লাউতারোকে।
চলতি মৌসুমের শুরুটা দারুণ কাটালেও লকডাউনের পর আশানুরূপ ছন্দে দেখা যায়নি লাউতারোকে। সবমিলিয়ে ৪৯টি ম্যাচে অংশ নিয়ে গল করেছেন ২১টি।
Comments