আরও ১ দিনের রিমান্ডে প্রদীপ কুমার দাশ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে কক্সবাজার জ্যৈষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এর বিচারক তামান্না ফারাহ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম আরও এক দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
খায়রুল ইসলাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিন দিনের রিমান্ড শেষ হওয়ায় এদিন দুপুর পৌনে ২টার দিকে প্রদীপ কুমার দাশকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ড মঞ্জুর করে আদালত আদেশ দিলে আড়াইটার দিকে প্রদীপকে র্যাব তাদের হেফাজতে নেয়।
Comments