সি আর দত্তের মরদেহ ঢাকায়
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহ আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঢাকা এসে পৌঁছেছে।
জেনারেল দত্ত জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সি আর দত্তের মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার ছোট মেয়ে চয়নিকা দত্ত ও জামাতা ডেভিড ওই ফ্লাইটে এসেছেন।'
'তার মরদেহ ঢাকা সিএমএইচ এর মর্গে রাখা হয়েছে', যোগ করেন তিনি।
তিনি জানান, সি আর দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সকাল ৭টায় বনানীতে তার বাসবভনে সবাই যেতে পারবেন। ৮টার দিকে মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হবে।
তিনি আরও জানান, ঢাকেশ্বরী মন্দির থেকে আনুমানিক সকাল ১১টায় মরদেহ সবুজবাগ শ্মশানে নিয়ে যাওয়া হবে। শেষকৃত্যের আগে সামরিক সম্মাননা হিসেবে গান স্যালুট প্রদান করা হবে।
বীর মুক্তিযোদ্ধা জেনারেল দত্তের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) কে. এম. শফিউল্লাহকে আহ্বায়ক ও সাংবাদিক বুদ্ধিজীবী শাহরিয়ার কবীরকে সদস্য সচিব করে ১০০১ সদস্যবিশিষ্ট একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
মেজর জেনারেল (অব.) চিত্তরঞ্জন দত্ত সি আর দত্ত নামে পরিচিত ছিলেন। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন এবং গত ২৫ আগস্ট ৯৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে তিনি মারা যান।
মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে 'বীর উত্তম' উপাধিতে ভূষিত করা হয়।
Comments