আবারও ‘হোম অফিস’ ধারায় বিসিবি
করোনাভাইরাস মহামারি শুরুর পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কার্যালয় বন্ধ করে বাড়ি থেকে অফিস চালু করেছিল বিসিবি। তবে সম্প্রতি অফিসের কার্যক্রমেও ফিরেছিল বোর্ড, কার্যালয়েই হচ্ছিল জরুরী সভা। তবে তা বেশিদিন চালু রাখা যাচ্ছে না। বিশ্বব্যাপী করোনার ‘সেকেন্ড ওয়েব’ শঙ্কা করে কর্মীদের সুরক্ষায় বাড়ি থেকে কার্যক্রম চালাবে ক্রিকেট বোর্ড।
অফিস কার্যত বন্ধ থাকলেও ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বাধাগ্রস্ত হবে না। ক্রিকেটাররা নিজেদের ঠিক করা নির্দিষ্ট সময়ে মাঠে এসে চালতে পারবেন প্রস্তুতি।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, খুব প্রয়োজন ছাড়া বিসিবির কর্মকর্তারা মিরপুরের অফিসে আসবেন না। সেজন্য একটি রোস্টারও তৈরি করা হয়েছে। বেশিরভাগ কর্মকর্তাই দাপ্তরিক কাজ চালাবেন অনলাইনে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, সীমিত আকারে অনুশীলন শুরু করলেও স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা, ‘ব্যক্তিগত অনুশীলনের পর আমরা সীমিত আকারে ছোট গ্রুপের অনুশীলন শুরুর পরিকল্পনা করেছি। কিন্তু আমরা ওই সময় গ্রাউন্ডম্যানদেরও মাঠে ওই সময় ঢুকতে দেব না। পরবর্তী সিরিজ সামনে রেখে খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ।’
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশ দলের। অক্টোবরের ২৪ তারিখ থেকে শুরু হওয়ার কথা সেই সিরিজ। আসন্ন সিরিজ উপলক্ষে দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন চালাচ্ছেন বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটাররা।
Comments