পুলিশের ৭ গুরুত্বপূর্ণ পদে রদবদল
চট্টগ্রাম ও গাজীপুর মহানগর পুলিশের দুই কমিশনারসহ পুলিশের সাত গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। তাকে বদলি করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমিতে। আর, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
গত ৩১ জুলাই কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যার পর থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ডিআইজি ফারুক কক্সবাজারে ছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি পদে বদলি করা হয়েছে। আর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ মো. তানভীরকে সিএমপি কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া, বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি মো. আব্দুল্লাহেল বাকী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ডিআইজি হিসেবে এবং সিআইডি এর ডিআইজি ইমতিয়াজ আহমেদকে র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
Comments