ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

Bangladeshi_returnees.jpg
৮৩ বাংলাদেশিকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত

ভিয়েতনামফেরত ৮১ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আসমা উল হুসনা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোট ৮৩ জন বাংলাদেশিকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার ও রিমান্ড-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ৮১ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। চিঠিতে জানানো হয়েছে, তারা ভিয়েতনামে নানা ধরনের ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ায় শাস্তির মুখোমুখি হয়েছিলেন। করোনা পরিস্থিতির কারণে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যেন আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।

গত ১৮ আগস্ট ইউএস-বাংলার ফ্লাইটে ১১২ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। এরপর তাদের দিয়াবাড়ি আইসোলেশন সেন্টারে রাখা হয়। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে তাদের মধ্যে ৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান আসমা উল হুসনা।

মুক্তি পাওয়া এক বাংলাদেশি বলেন, ‘ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের সামনে নানা সমস্যার সমাধান চেয়ে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। বিক্ষোভ থেকে তারা ফেসবুক লাইভ করেন। আমরা বিক্ষোভে অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ আমাদের মুক্তি দিয়েছে। আমরা সবাই ভুক্তভোগী। গ্রেপ্তার ৮৩ জনকে মুক্তি দেওয়া উচিত।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভিয়েতনাম থেকে ৮১ জন ও কাতার থেকে দুই বাংলাদেশি ফিরে এসেছেন। তাদের আদালতে নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English
Iran state TV live broadcast resumes after Israeli attack

Iran condemns Israeli attack on state TV as 'war crime'

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

1h ago