সাভারে সৌদি প্রবাসী হত্যায় গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় সৌদি আরব প্রবাসী সেন্টু সরকার (৩৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Sakil.jpg
গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় সৌদি আরব প্রবাসী সেন্টু সরকার (৩৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর থেকে শাকিল আহমেদকে (২১) গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আল মামুন কবির।

তিনি বলেন, ‘গ্রেপ্তার শাকিল আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি রাজধানীর চকবাজার এলাকায় থাকতেন বলে জানা গেছে।’

এসআই আল মামুন কবির বলেন, ‘গত ২৫ আগস্ট মধুপুরের খন্দকারপাড়া এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে প্রবাসী সেন্টু সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিহতের ভাই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বিষয়টি প্রাথমিকভাবে হত্যা বলে ধারণা করে পুলিশ তদন্ত শুরু করে। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পর হত্যার সঙ্গে জড়িত শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানান, কিছুদিন পূর্বে রাব্বি ও সেন্টু সরকারের সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। শাকিল ও সেন্টুর সম্পর্ক তুলনামূলক ভালো হওয়ায় রাব্বি সহ্য করতে পারতেন না। পরে রাব্বি শাকিলকে বিভিন্ন কু-পরামর্শ দিয়ে সেন্টু সরকারকে হত্যার পরিকল্পনা করেন এবং দুজন মিলে সেন্টুকে নেশাদ্রব্য খাইয়ে হত্যা করেন।’

সেন্টুর ভাইয়ের দায়ের করা মালায় শাকিলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

4h ago