অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করলেন থাইল্যান্ডের নতুন অর্থমন্ত্রী
মহামারিতে অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করেছেন থাইল্যান্ডের নতুন অর্থমন্ত্রী প্রেডি দাওচাই। ব্যবসা-বাণিজ্যে গতি আনতে গত মাসে ব্যাংকিং বিশেষজ্ঞ প্রেডিকে দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা।
থাইল্যান্ডের গণমাধ্যম জানিয়েছে, ৬১ বছর বয়সী প্রেডি দাওচাই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি কেন পদত্যাগ করেছেন তা স্পষ্টভাবে জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পায়নি রয়টার্স।
তার পদত্যাগের বিষয়টি দেশটির রয়্যাল গেজেটের একটি আনুষ্ঠানিক ঘোষণায় উঠে এসেছে।
প্রেডির পদত্যাগের ফলে নীতিমালা নির্ধারণে অনিশ্চয়তা তৈরি হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনীতি বিশ্লেষকরা।
মহামারিতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকার বিপুল অঙ্কের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে থাইল্যান্ড। অর্থ মন্ত্রণালয়ের আশঙ্কা, এ বছর থাই অর্থনীতিতে ৮ দশমিক ৫ শতাংশ সংকুচিত হতে পারে।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪১৭ জন। করোনায় মারা গেছেন ৫৮ জন।
দেশটিতে মহামারি প্রতিরোধের জন্য আরোপ করা সব বিধিনিষেধ শিথিল করা হলেও দেশটির অর্থনীতি বিশেষ করে পর্যটন খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Comments