করোনায় বিশ্বব্যাপী মৃত্যু-আক্রান্তের সংখ্যা বাড়ছেই, তৃতীয় অবস্থানে ভারত
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও।
নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে আজ বুধবার পর্যন্ত সারা বিশ্বে মারা গেছেন আট লাখ ৫৫ হাজার ৫৭৮ জন। গতকাল এই সংখ্যা ছিল আট লাখ ৫০ হাজার ৫৩৫ জন।
আজ মোট আক্রান্তর সংখ্যা ২ কোটি সাড়ে ৫৬ লাখ ৬২ হাজার ৩৪৯ জন। গতকাল ছিল দুই কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৫৮৭ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব বিবেচনায় জনস হপকিনস তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন এক লাখ ৮৪ হাজার ৬৫৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৭৩ হাজার ৮০৬ জন।
এর পরের অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মারা গেছেন এক লাখ ২২ হাজার ৫৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন।
আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মারা গেছেন ৬৫ হাজার ২৮৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ জন।
বেশি মৃত্যুর তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও যুক্তরাজ্য।
মেক্সিকোতে মারা গেছেন ৬৫ হাজার ২৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬ হাজার ৩৬ জন। যুক্তরাজ্যে মারা গেছেন ৪১ হাজার ৫৯২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৩৮৫ জন।
আক্রান্তের বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৬তম এবং মৃত্যুর হারের বিবেচনায় ২৯তম।
Comments