বার্সেলোনায় মেসির থাকার সম্ভাবনা দেখছেন না তার বাবা
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বার্সেলোনা শহরে এসে পৌঁছেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। আজ বুধবার বার্সা ক্লাবের সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। বিমানবন্দরে ছেলের বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে অবশ্য বিষয়টি এড়িয়ে যান তিনি। কোনো মন্তব্য করতে রাজী হননি সিনিয়র মেসি।
‘আমি কোনো কিছুই জানি না’, বিমানবন্দরে অবস্থানরত স্থানীয় সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে কেবল এই একটি বাক্যই বলেছেন হোর্হে মেসি।
তবে পরে বার্সেলোনার ফেরার কিছু মন্তব্য করেছেন হোর্হে, ‘বার্সেলোনায় লিওর ভবিষ্যত? এটি কঠিন। ওর এই ক্লাবে থাকাটা কঠিন’।
তাহলে কোথায় যাচ্ছেন মেসি? গুঞ্জন ম্যানচেস্টার সিটিকে নিয়ে। এ বিষয়েও মুখ খুলতে নারাজ মেসির বাবা, ‘ম্যানচেস্টার সিটির ব্যাপারে কিছু জানি না আমি। পেপ গার্দিওলার সঙ্গে এ বিষয়ে আমার এখনো কথা হয়নি।’
বুধবার খুব সকালেই কাতালান বিমানবন্দরে পা রাখেন মেসির বাবা। আর ভোর থেকেই তার জন্য অপেক্ষায় ছিলেন স্থানীয় সাংবাদিকরা। তবে হোর্হের কাছ থেকেই কিছুই জানতে পারেননি তারা। স্পর্শকাতর ইস্যু নিয়ে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে চাননি তিনি।
অথচ দুদিন আগেই জানা গেছে, লিওনেল মেসি নয়, তার বাবা হোর্হে মেসি, যিনি কিনা মুখপাত্র হিসেবে কাজ করছেন নিজের ছেলের, তার সঙ্গে আলোচনা করবেন বার্তোমেউ। আর আজ বুধবারই মেসি-বার্সা মতানৈক্যের সম্পূর্ণ সুরাহা হতে পারে।
আসলে ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে। প্রতিনিয়তই নতুন নতুন সংবাদ উঠে আসছে। বুরোফ্যাক্স বার্তায় যখন মেসি ক্লাব ছাড়ার কথা জানান, তখন সংবাদ আসে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়ার কথা জানালে বিনা রিলিজ ক্লজে ছাড়তে পারবেন মেসি। আর চলতি মৌসুম দেরিতে শেষ হওয়ায় মেসির দাবী, সে সময়টা এখন ৩১ আগস্ট।
পরে জানা যায়, চুক্তির শর্ত অনুযায়ী, শেষ মৌসুমে রিলিজ ক্লজ কার্যকর হবে না মেসির। অর্থাৎ চাইলে এ মৌসুমে বিনা রিলিজ ক্লজে যেতে পারবেন বার্সা অধিনায়ক।
কিন্তু সব বিষয়ই পুরো উল্টো বলছে বার্সা কর্তৃপক্ষ। তাদের দাবী, চুক্তি অনুযায়ী রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন পরিশোধ করেই ক্লাব ছাড়তে হবে মেসিকে। এমনকি তাদের সঙ্গে সায় মিলিয়ে একই কথা বলে লা লিগা কর্তৃপক্ষ। তাতেই জল ঘোলা হয় বেশি। এ কারণে বিষয়টির সঠিক সমাধানের জন্য ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে দুই পক্ষের এ সভার দিকে।
Comments