ভারতের কারাগার থেকে দেশে ফিরলেন ২৫ জন

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে বুধবার দুপুরে বুড়িমারী সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভারতের কারাগার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরেছেন ২৫ জন। আজ দুপুরে বুড়িমারী-চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন।

কথা বলে জানা যায়, তিন মাস মেয়াদী ভ্রমণ ভিসা নিয়ে তারা সবাই গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে ভারতে গিয়েছিলেন। সেখানে থাকা আত্মীয়-স্বজনদের সহায়তায় বিভিন্ন খামারে দিনমজুর হিসেবে কাজ নিয়েছিলেন। মহামারিতে ভারতজুড়ে লকডাউন শুরু হলে তারা আটকা পড়েন। ভিসার মেয়াদ না থাকায় এবং ভ্রমণ ভিসায় গিয়ে কাজ নেওয়ার অভিযোগে তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।

তাদের সবার বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্যাপারীপাড়া গ্রামে।

বুড়িমারী চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করেছে। চেকপোস্টে উপস্থিত স্বজনরা তাদের নিয়ে গেছেন।

দেশে ফিরে আলম হোসেন নামের একজন জানান, তারা মোট ২৬ জন ভারতে গিয়েছিলেন। কারাগারে বকুল মিয়া নামের একজন মারা গেছেন। ১ জুলাই মারা যাওয়ার চার দিন পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর ও বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ কমিটির আহ্বায়ক এসএম আব্রাহাম লিংকন দ্য ডেইলি স্টারকে বলেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ভারতের প্রসিকিউশন মামলাটি বন্ধ করতে সম্মতি দেয়। এরই পরিপ্রেক্ষিতে আসামের ধুবড়ী জেলার আদালতের বিচারক শনিবার এই তদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। সব প্রক্রিয়া শেষ করে আজ তারা ফিরে এলেন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago