১২৫৪৩ হাসপাতাল ও ক্লিনিক লাইসেন্স নবায়নের আবেদন করেছে: স্বাস্থ্য অধিদপ্তর
দেশের ১২ হাজার ৫৪৩টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বুধবার একটি রিট পিটিশনের শুনানিতে স্বাস্থ্য অধিদপ্তর হাইকোর্টকে জানিয়েছে, দেশের লাইসেন্সধারী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা সরকারের কাছে থাকলেও, লাইসেন্সবিহীন হাসপাতালের কোনও তালিকা নেই।
চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা এক রিট পিটিশনের ভার্চুয়াল শুনানি চলাকালে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য আদালতে জমা দেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দেশের কোভিড-১৯ হাসপাতাল ও নন-কোভিড হাসপাতালের সংখ্যা সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে।
পরে হাইকোর্ট বেঞ্চ কজ লিস্ট থেকে পিটিশনটি বাদ দিয়েছেন।
হাইকোর্ট বেঞ্চ বলেন, আবেদনকারী অন্য বেঞ্চে এই পিটিশন স্থানান্তরের স্বাধীনতা পাবে।
গত ৩১ আগস্ট হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২ সেপ্টেম্বর (আজ) আদালতকে জানাতে বলেছিলেন যে দেশের কতগুলো বেসরকারি হাসপাতালের লাইসেন্স আছে এবং কতগুলোর নেই।
Comments