করোনায় বরমচাল ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাবের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কুলাউড়ার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী (৭৮) মৃত্যুবরণ করেছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মাউন্ড এডোরা হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ আগস্ট লিভারসহ অন্যান্য শারিরীক জটিলতা নিয়ে সিলেট শহরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত বরমচাল ইউপি চেয়ারম্যানের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফন সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
আব্দুল আহবাব চৌধুরী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।
Comments