নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়: জার্মানি
রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনিকে নার্ভ এজেন্ট ‘নভিচক’ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে জার্মানি। সামরিক পরীক্ষাগারে টক্সিকোলজি পরীক্ষা করে নাভালনির দেহে নভিচক গ্রুপের এজেন্টের উপস্থিতির ‘স্পষ্ট প্রমাণ’ পাওয়া গেছে বলে জানিয়েছে জার্মানি সরকার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন নাভালনির দল।
তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
গত মাসে উড়োজাহাজে করে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো ফেরার পথে অসুস্থ বোধ করতে শুরু করেন আলেক্সি নাভালনি। হাসপাতালে ভর্তির পর থেকেই তিনি কোমায় আছেন।
চিকিৎসার জন্য তাকে সাইবেরিয়া থেকে জার্মানিতে নেওয়া হয়।
রাশিয়ার বিরোধী রাজনীতিবিদের উপর এমন হামলায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে জার্মানি সরকার। রাশিয়াকে জরুরি ভিত্তিতে এর ব্যাখ্যা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।না
এক বিবৃতিতে বলা হয়, ‘এটি দুঃখজনক যে, আলেক্সি নাভালনি রাশিয়ার রাসায়নিক স্নায়ু এজেন্টের শিকার হয়েছেন।’
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এদিকে, রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, নাভালনিকে নভিচকের স্নায়ু এজেন্ট ব্যবহার করে বিষ প্রয়োগ করা হয়েছে- এমন কোনও তথ্য জার্মানি থেকে পাওয়া যায়নি।
জার্মান সরকার বলেছে, তারা অনুসন্ধানগুলোর ব্যাপারে ইইউ ও ন্যাটোকে জানাবে।
নাভালনির স্ত্রী ইউলিয়া ও জার্মানিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকেও এই তথ্য সম্পর্কে জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া ১৯৭০ সাল থেকে ১৯৮০ এর দশকে রাসায়নিক অস্ত্রের সিরিজ এই নার্ভ এজেন্টের বিকাশ ঘটায়।
কিছু নভিচক এজেন্ট তরল হলেও এর অনেকগুলোই কঠিন আকারে আছে বলে ধারণা করা হয়। এর অর্থ হলো, সেগুলোকে গুড়ো করে ছড়িয়ে দেওয়া যেতে পারে।
নভিচক অন্যান্য রাসায়নিক অস্ত্রের তুলনায় অনেক বেশি বিষাক্ত। এর কিছু সংস্করণ খুব দ্রুত ৩০ সেকেন্ড থেকে দুই মিনিটের মধ্যে কার্যকর হতে শুরু করে।
২০১৮ সালে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে যুক্তরাজ্যে নভিচক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল।
Comments