টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, এর বাজার মূল্য ১২ কোটি ৭২ লাখ টাকা।
গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার আইয়ুবের জোড়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকজন ইয়াবা চোরাকারবারি নাফ নদীতে নৌকায় পাঁচটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকায় আসে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তারা নদীর পাড়ে বস্তাগুলো ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায়।
পাঁচটি বস্তা থেকে ১২ কোটি ৭২ লাখ টাকার মোট চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
Comments