ইউএস ওপেন: তৃতীয় রাউন্ডে জোকোভিচ

অঘটনের শিকার হওয়ার শঙ্কা কাটিয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে হারলেও পরের তিনটিতে টানা জিতে দ্বিতীয় রাউন্ডের বাধা পেরিয়ে গেছেন তিনি।
বৃহস্পতিবার আর্থার অ্যাশ কোর্টে ব্রিটেনের কাইল এডমুন্ডকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা। চলতি বছর এই নিয়ে টানা ২৫ ম্যাচে জয়ের স্বাদ নিয়েছেন তিনি।
শুরুটা ভালো করলেও পরবর্তীতে জোকোভিচের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারেননি এডমুন্ড। অন্যদিকে, প্রথম সেটে অপ্রত্যাশিত হারের ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ান জোকার খ্যাত তারকা। শেষ পর্যন্ত ৩-১ সেটে জিতে কোর্ট ছাড়েন আসরের শীর্ষ বাছাই ও র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়।
তৃতীয় রাউন্ডে জোকোভিচের প্রতিপক্ষ জার্মানির জ্যাঁ-লেনার্ড স্ট্রাফ। তিনি দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের মাইকেল মোহকে হারিয়েছেন সরাসরি সেটে (৬-২, ৬-২, ৭-৫)।
গ্রিসের স্তেফানোস সিতসিপাস আর জার্মানির আলেক্সান্দার জেভরেভও কেটেছেন পরের পর্বের টিকিট। তৃতীয় রাউন্ডে সিতসিপাসের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বোর্না কোরিচ, জেভরেভ মোকাবিলা করবেন ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে।
Comments