ঢাকায় আনা হচ্ছে হামলায় আহত ইউএনওকে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে আজ বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তদের হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হচ্ছে।
ওয়াহিদা খানম। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে আজ বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তদের হামলার শিকার ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় আনা হচ্ছে।

আহত ইউএনওকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হচ্ছে বলে সচিবালয়ে সংবাদকিদের জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, দুপুর ১টার দিকে আহত ইউএনওকে রংপুর কমিউনিটি হাসপাতাল থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এর আগে, ঘোড়াঘাট থানা পুলিশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোররাত ৩টার দিকে উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনওর বাসার টয়লেটের ভেল্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ঢুকে। ইউএনও তা টের পেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।’

‘সে সময় তার বাবা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে পালিয়ে যায়,’ যোগ করেন তিনি।

ভোররাতেই রক্তাক্ত অবস্থায় ইউএনওকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

সংবাদ পেয়ে সকালে দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ডেইলি স্টারকে বলেন, ‘আমি মনে করি এটি একটি পরিকল্পিত হামলা।’

ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের স্বামী রংপুর জেলার পীরগঞ্জ ইউএনও হিসেবে কর্মরত আছেন। ওয়াহিদা খানমের সঙ্গে তার বাবা ওমর আলী থাকতেন।

আরও পড়ুন:

ঘোড়াঘাট ইউএনওর বাসভবনে হামলা

Comments

The Daily Star  | English

Equity funds from foreign investors dip

Bangladesh received 41 percent lower equity capital from foreign investors in fiscal year (FY) 2022-23 compared to a year ago

4h ago