বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপি নেতার পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা টি. রাজা সিংয়ের ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম একাউন্ট নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘ফেসবুক নীতি বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজা সিংকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে।’
এর আগে, রাজা সিংয়ের দেওয়া বিদ্বেষমূলক পোস্টটি সরিয়ে দেয় ফেসবুক।
ভারতে প্রায় ৩০০ মিলিয়ন অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকের। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে ভারতের ক্ষমতাসীন দলের পক্ষে ফেসবুকের কন্টেন্ট পলিসি অতিরিক্ত সুবিধা দিচ্ছে- এমন খবর প্রকাশ হলে তা ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে।
নীতি পরিপন্থী পোস্ট বা কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিকে নিষিদ্ধ করেছে ফেসবুক।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিধানসভার সদস্য রাজা সিং। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কে. চন্দ্রশেখর রাও।
Comments