হিন্দু বিধবা নারীর সম্পত্তির অধিকার যুগান্তকারী রায়: মানুষের জন্য ফাউন্ডেশন
হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে স্বামীর কৃষি ও অকৃষি উভয় জমিতে হিন্দু বিধবা নারীর অংশীদারিত্বের অধিকার নিশ্চিত হওয়ায় এই রায়কে স্বাগত জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি এই রায়কে যুগান্তকারী রায় হিসেবে আখ্যায়িত করেছে।
সংস্থাটি জানায়, হিন্দু নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য একটি বৈষম্যহীন আইন প্রণয়নের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন ইতিমধ্যে একটি খসড়া হিন্দু উত্তরাধিকার আইন তৈরি করেছে। দেশের সাত বিভাগীয় শহরে আইনজীবী ও হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ও করেছ।
এ ছাড়া, হিন্দু বিয়ে রেজিস্ট্রেশন আইন বাস্তবায়নের ক্ষেত্রে এমজেএফ বিভিন্ন নেটওয়ার্কর সঙ্গে কাজ করেছে এবং অগ্রবর্তী ভূমিকা পালন করেছে।
হিন্দুদের তালাক আইন প্রণয়নের জন্যও তারা কাজ করে যাচ্ছে বলেও প্রতিষ্ঠানটি জানায়।
বর্তমানে বাংলাদেশের হিন্দু নারী ও মেয়েরা তাদের উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বৈষম্যমূলক অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটির দাবি।
তাই, এই রায়ের মাধ্যমে বিধবা নারীদের অধিকার যেমন নিশ্চিত হবে, একইসঙ্গে অন্যান্য নারীদের অধিকার আদায়ের পথও সুগম হবে।
Comments