রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

সড়ক দুর্ঘটনা: আগস্টে ৩৭৯ জন নিহত, আহত ৩৬৮

আগস্টে দেশে ৩০২টি সড়ক দুর্ঘটনায় ৩৭৯ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩৬৮ জন। দুর্ঘটনার ১২১টিই মোটরসাইকেল দুর্ঘটনা বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

আগস্টে দেশে ৩০২টি সড়ক দুর্ঘটনায় ৩৭৯ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৩৬৮ জন। দুর্ঘটনার ১২১টিই মোটরসাইকেল দুর্ঘটনা বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে।

এছাড়াও আগস্টে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৪৭ জন এবং রেল দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১১৩টি ঘটেছে জাতীয় মহাসড়কে এবং ৯৮টি আঞ্চলিক সড়কে ঘটেছে।

সময় বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে সকালে (৩০ দশমিক ১৩ শতাংশ) ও দুপুরে (২২ দশমিক ১৮ শতাংশ)।

দুর্ঘটনাগুলোর ৭৬টি মুখোমুখি সংঘর্ষ, ৮৭টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৩টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ায় ঘটেছে।

বিভাগওয়ারী হিসেবে ঢাকায় সবচেয়ে বেশি ৭৩টি দুর্ঘটনায় ৮৪ জন নিহত হয়েছে এবং সবচেয়ে কম বরিশালে ২২টি দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানী হয়েছে। আগস্টে জেলা হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে, ১৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন।

সড়ক দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতাসহ ১০টি কারণ তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন।

দুর্ঘটনার হার কমিয়ে আনতে দক্ষ চালক তৈরির উদ্যোগ, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্টসহ ১০টি সুপারিশ করা হয়েছে।

এছাড়াও সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ এবং গণপরিবহন খাতে সুশাসন প্রতিষ্ঠা জরুরি বলছে ফাউন্ডেশেন। এক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Foreign Airlines Restrict Ticket Sales to Local Agencies in Bangladesh

Passenger numbers plummet on Bangladesh-India routes following Aug 5

Flights between Bangladesh and India have seen a sharp drop in passenger numbers recently, with airlines blaming India's restricted visa issuance as the main cause

1h ago