পায়ের চোটে ক্রোয়েশিয়ার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

ronaldo
ছবি: রয়টার্স

পর্তুগালের হয়ে আর এক গোল পেলেই ইতিহাসে ঢুকে যাওয়ার সুযোগ ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে তিনি। তবে নেশন্স লিগে শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে রোনালদোর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। নিজ দেশে এই ম্যাচে অধিনায়ক রোনালদোকে না পাওয়ার সম্ভাবনাই প্রবল। বৃহস্পতিবার দলের অনুশীলনে নামতে পারেননি পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার। এরপরই পর্তুগাল ফুটবল ফেডারেশনও বিবৃতি দিয়ে রোনালদোর খেলা নিয়ে সংশয়ের কথা জানিয়ে দেয়।

৩৫ বছর বয়েসি পর্তুগিজ তারকা ডান পায়ের পাতায় সংক্রমণে ভুগছেন। এজন্য নিতে হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই অবস্থায় তার খেলা তাই কঠিন। বাঁচা-মরার লড়াই না হওয়ায় রোনালদোকে নিয়ে কোন ঝুঁকিও নিতে চায় না দল।

এতে গোলের সেঞ্চুরির দেখার  জন্য অপেক্ষা বাড়তে যাচ্ছে রোনালদো প্রেমীদের। জাতীয় দলের হয়ে ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের পরই দ্বিতীয় অবস্থানে আছেন রোনালদো। ফিটনেস আর ফর্ম বিচারে দেশের হয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড করারও সুযোগ তার সামনে।

মঙ্গলবার নেশন্স কাপের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে খেলবে পর্তুগাল। সংক্রমণ কাটিয়ে ওই ম্যাচে ফিরতে পারেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

পরের মাসে স্পেন ও ফ্রান্সের বিপক্ষে খেলা আছে পর্তুগিজদের।

 

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago