বিশ্বব্যাপী মৃত্যু ৮ লাখ ৬৮ হাজার, আক্রান্ত ২ কোটি ৬৩ লাখ

Corona
ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন আট লাখ ৬৮ হাজার ৭৩৩ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ চার হাজার ৮৫৬ জন।

আজ শুক্রবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস গবেষণা কেন্দ্র এ তথ্য জানায়।

এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৫০ হাজার ১৬ জন।

এর পরের অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪১ হাজার ৬৩৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনা রোগীর সংখ্যা ৩৯ লাখ ৩৬ হাজার ৭৪৭ জন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৩৪১ জন। গত দুই দিন থেকে প্রতিদিন ৮০ হাজারের বেশি আক্রান্ত হওয়ার রেকর্ড অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

তালিকায় চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৬ হাজার ৯২৩ জন এবং পঞ্চম অবস্থানে থাকা পেরুতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ১২৯ জন।

করোনায় মৃত্যু

করোনায় মৃত্যুর তালিকায় এখনো যুক্তরাষ্ট্রের অবস্থান সবার ওপরে। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯০ জন। এর পরের অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৬১৪ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। সেখানে মারা গেছেন ৬৮ হাজার ৪৭২ জন।

চতুর্থ অবস্থানে থাকা মেক্সিকোতে মারা গেঝেন ৬৬ হাজার ৩২৯ জন ও পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে মারা গেছেন ৪১ হাজার ৬১৬ জন।

Comments

The Daily Star  | English

BNP struggles to rein in the rogues

Over the past 11 months, 349 incidents of political violence took place across the country, BNP and its affiliated organisations were linked to 323 of these

10h ago