টেকনাফে পানি নেওয়াকে কেন্দ্র করে রোহিঙ্গা তরুণকে হত্যা
কক্সবাজারের টেকনাফের চাকমারকুল শরণার্থী ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটি ও ঝগড়ার জেরে হামলা চালিয়ে এক রোহিঙ্গা তরুণকে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে হামলার ঘটনা ঘটে। পরে আজ ভোরে আহত তরুণের মৃত্যু হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এবিপিএন-১৬’র কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম। মারা যাওয়া তরুণের নাম নুর আলম (২৫)।
কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম জানান, গতকাল দুপুর তিনটার দিকে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-আই ২’র ৩৮৮ নম্বর ঘরের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে জান্নাতের পক্ষের সাত থেকে আট জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে আজ ভোর ৫টার দিতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।
Comments