পিএসজির আরও তিনজন করোনা আক্রান্ত
আনহেল দি মারিয়া, লিয়েন্দ্রো পারাদেস ও নেইমারের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানা গিয়েছিল আগেই। এবার ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) আরও তিনজনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে তাদেরও নাম প্রকাশ করেনি ক্লাবটি।
তবে ফরাসি দৈনিক লা'কিপ জানিয়েছেন নতুন আক্রান্তরা হলেন ডিফেন্ডার মার্কিউনোস, গোলরক্ষক কেইলর নাভাস ও ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এখন পর্যন্ত তাই ক্লাবটির ছয়জন করোনা আক্রান্ত হলেন।
১০ সেপ্টেম্বর লিগ ওয়ানে লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করার কথা বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু একসঙ্গে এতজনের করোনা আক্রান্তের পর তাদের প্রথম ম্যাচই অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ লিগ ওয়ান কর্তৃপক্ষ এই ব্যাপারে জারি করেছে কড়াকড়ি নিয়ম। কোন ক্লাবের যদি চারজন বা তার বেশি করোনা আক্রান্ত হন তাহলে তাদের পরবর্তী ম্যাচ বাতিল করা হবে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর স্প্যানিশ দ্বীপ ইবিজাতে বেড়াতে গিয়েছিলেন পিএসজির কয়েকজন ফুটবলার। নেইমার, দি মারিয়া আর পারাদেস ওই দ্বীপে ছুটি কাটাতে গিয়েই আক্রান্ত হন বলে জানা যায়। একই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন গোলরক্ষক কেইলর নাভাস, ফরোয়ার্ড মাউরো ইকার্দি ও অ্যান্ডার হেরেরাও।
Comments