তামিলনাডুর আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৯
ভারতের তামিল নাডুর কাড্ডালোরে আতশবাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও পাঁচ জন।
আজ শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দু্স্তান টাইমসের প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে কাট্টুমান্নারকয়েল শহরের কাছে একটি আতশবাজি কারখানায় তীব্র বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা।
প্রাথমিকভাবে দুর্ঘটনার পরে উদ্ধারকাজে যোগ দেন স্থানীয় গ্রামবাসী।
এ ঘটনায় প্রথমে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন কাড্ডালোরের এসপি এম শ্রী অভিনব। পরে মৃতের সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।
আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেন্সিক বিভাগ। তবে, বিস্ফোরণের কারণ নিয়ে এখনো কিছু জানা যায়নি।
Comments