আমিরাত-ইসরাইল বিমান চলাচলে বাহরাইনের আকাশ ব্যবহারের অনুমতি
সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। আজ শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়
আল জাজিরা জানায়, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন। সিদ্ধান্তটি আমিরাত ও ইসরাইলের মধ্যকার চুক্তির অধীনে সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বাহরাইন নিউজ এজেন্সি জানায়, বাহরাইনের আকাশপথ দিয়ে আরব আমিরাত থেকে সব দেশে ফ্লাইট চলাচল করতে পারবে।
এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাহরাইনের যোগাযোগের ক্ষেত্রে কয়েক ঘণ্টা সময় কম লাগবে।
এর আগে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি আরব।
গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছে।
ওই চুক্তিকে ‘ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা।
Comments