চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সেনা ঘাঁটি তৈরির আহ্বান জানিয়েছে পালাউ

ছবি: এপি

চীনের আধিপত্য মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে নিজ ভূখণ্ডে সেনা ঘাঁটি তৈরির আহ্বান জানিয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউ। আজ শুক্রবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

দ্য গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার প্রশান্ত মহাসাগরীয় সফরের অংশ হিসেবে পালাউ পরিদর্শন করেন। তখন ওই অঞ্চলজুড়ে বেইজিংয়ের ‘মারাত্মক প্রভাব’ ও ‘চলমান অস্থিতিশীল কার্যক্রম’ নিয়ে অভিযোগ করেন তিনি।

পালাউয়ের প্রেসিডেন্ট টমি রেমেনজসু জুনিয়র মার্ক এস্পারকে ফিলিপাইনের প্রায় ১৫০০ কিলোমিটার পূর্বের ওই দ্বীপপুঞ্জে মার্কিন সেনা ঘাঁটি তৈরির জন্য আহ্বান জানান।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে এক চিঠিতে রেমেনজসু জানান, যুক্তরাষ্ট্রকে নিজস্ব দ্বীপে সামরিক অবকাঠামো তৈরির জন্য পালাউ প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে বলা হয়েছে, ‘মার্কিন সেনাবাহিনীর কাছে পালাউয়ের অনুরোধটি সহজ- যৌথ ব্যবহারের জন্য এই অবকাঠামো তৈরি হবে, এগুলো দুই দেশই নিয়মিত ব্যবহার করবে।’

ওই চিঠিটি সরাসরি এসপারের হাতেই দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘পালাউয়ের ২০ হাজার জনগণ মার্কিন সেনাবাহিনীকে স্থল ঘাঁটি, বন্দর সুবিধা ও আকাশপথ ব্যবহারের জন্য আমন্ত্রণ জানাতে আগ্রহী।’

মার্কিন কোস্টগার্ডের উপস্থিতি পালাউকে বিশাল সামুদ্রিক রিজার্ভে টহল দিতে সহায়তা করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রেমেনজসু।

উল্লেখ্য, পালাউ একটি স্বাধীন জাতি হলেও এর কোনো নিজস্ব সামরিক বাহিনী নেই।

 

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

24m ago