নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ৫ সদস্যের তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে। সদস্য করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এটিএম মোশাররফ এবং ফায়ার সার্ভিস, তিতাস ও বিদ্যুতের উপপরিচালককে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ ঘটনায় নিহতদের মরদেহ দাফনের জন্য তাদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করার ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে, গতকাল রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ জনের মতো দগ্ধ হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন।
আরও পড়ুন:
Comments