ইউএনও’র ওপর হামলার প্রধান আসামি আসাদুল হাসপাতালে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসাদুল হককে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আসাদুল শ্বাসকষ্ট নিয়ে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের দ্বিতীয় তলার ১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছে র্যাব। র্যাবের প্রহরায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় র্যাবের (র্যাব-১৩) সংবাদ সম্মেলনে বাকি দুই আসামিকে হাজির করা হলেও আসাদুল অনুপস্থিত ছিলেন।
গত ২ সেপ্টেম্বর রাতে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রংপুরে একটি ক্লিনিকের আইসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হলে গতকাল জরুরি ভিত্তিতে তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। পরে গতকাল রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আরও পড়ুন:
ইউএনও ওয়াহিদা স্বামীকে চিনতে পারছেন, তবে এখনো শঙ্কামুক্ত নন: ডা. বদরুল হক
Comments