সীমান্ত উত্তেজনা নিয়ে চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক
সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে বৈঠকে বসেছেন চীন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী। মস্কোর মেট্রোপোল হোটেলে এ বৈঠক হয়।
আজ শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মেট্রোপোল হোটেলে এই দুই প্রতিরক্ষামন্ত্রী দুই ঘণ্টা ২০ মিনিট ধরে আলোচনা করেন।
আলোচনা শেষে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকের ছবি তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেন, ‘মস্কোতে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের সঙ্গে সাক্ষাৎ।’
রাজনাথ সিং জানিয়েছেন, এই বৈঠকে লাদাখে চলমান উত্তেজনা বিষয়ে ১৪০ মিনিট ধরে আলোচনা হয়েছে। তবে, আলোচনার ফলাফল বা আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি কোনো দেশের পক্ষ থেকেই।
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা রাশিয়াতেই ছিলেন। গত বৃহস্পতিবার চীনের পক্ষ থেকে ভারতের কাছে এই বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। এর আগেও চীন দুইবার প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের আহ্বান জানালেও ভারত তাতে সাড়া দেয়নি।
সীমান্তে অন্তত ২০ জন সৈন্য মারা যাওয়ার পর এটিই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা পর্যায়ের প্রথম বৈঠক।
Comments