ভারতকে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার আহ্বান চীনের
সীমান্ত উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে ভারত ও চীন। তবে সাম্প্রতিক উত্তেজনার জন্য ভারতকে দায়ী করে ‘উস্কানিমূলক কর্মকাণ্ড’ থেকে বিরত থাকতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
রয়টার্স জানায়, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে শেষে শুক্রবার গভীর রাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্ঘে আলাদাভাবে বৈঠক করেন।
শনিবার, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় দেশই একমত হয়েছে যে ‘কারোরই এমন কিছু করা উচিত না যা পরিস্থিতি আরও জটিল করতে পারে বা সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।’
তবে সাম্প্রতিক উত্তেজনার জন্য ‘পুরোপুরি ভারত’কেই দায়ী করেছে চীন। এই অভিযোগ তুলে উই ফেঙ্ঘে বলেছেন, চীন তার জাতীয় সার্বভৌমত্ব ও অঞ্চল রক্ষায় বদ্ধপরিকর।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা দুই দেশের বৈঠক নিয়ে এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে তার বাহিনীকে নিয়ন্ত্রণ, উস্কানিমূলক তৎপরতা বন্ধ এবং উদ্দেশ্যমূলক নেতিবাচক প্রোপাগান্ডা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।
গত ১৫ জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে চীন ও ভারতের সেনাদের মধ্যে মারামারিতে ২০ ভারতীয় সেনা নিহত হন। চীনও তাদের সেনাদের হতাহত হওয়ার কথা স্বীকার করলেও কোনও সংখ্যা প্রকাশ করেনি।
উভয় দেশই গত জুনে সংঘর্ষের পর সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।
Comments