ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০৬৩২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০৬৫

সুরক্ষা পোশাক পরে কাজ করছেন দিল্লির স্বাস্থ্যকর্মীরা। ২৬ আগস্ট ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯০ হাজার ৬৩২ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জনে দাঁড়াল।

একই সময়ে মারা গেছেন আরও এক হাজার ৬৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৭০ হাজার ৬২৬ জন। আর মোট সুস্থ হয়েছেন ৩১ লাখ ৮০ হাজার ৮৬৫ জন। ভারতে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৩২ শতাংশ।

আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিল নাড়ু ও উত্তর প্রদেশে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১০ লাখ ৯২ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে চার কোটি ৮৮ লাখ ৩১ হাজার ১৪৫টি নমুনা।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তিন নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬৮ লাখ ৯২ হাজার ৫৪৭ জন এবং মারা গেছেন আট লাখ ৭৯ হাজার ৭৫৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৭০০ জন।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

1h ago