সোমবার থেকে অনুশীলন শুরু করবেন মেসি
বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা আরও দুদিন আগেই দিয়েছেন লিওনেল মেসি। তবে এখনও অনুশীলনে যোগ দেওয়া হয়নি তার। তবে আগামীকাল সোমবার থেকে নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে অনুশীলন শুরু করবেন তিনি। এমন সংবাদ প্রকাশ হয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে।
তবে শর্ত একটাই, এর আগে করোনাভাইরাসের পিসিআর পরীক্ষায় পাস করতে হবে তাকে। জানা গেছে, আজ রোববারই পিসিআর পরীক্ষায় অংশ নিবেন তিনি। আর তার পিসিআর পরীক্ষা হবে তার নিজ বাড়িতেই। ফলাফলও জানা যেতে পারে আজই।
মেসি না ফিরলেও অনুশীলনে ফিরেছেন ফিলিপ কৌতিনহোও। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলায় বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে ক্লাবের বেশ কিছু খেলোয়াড় স্পেন জাতীয় দলের ক্যাম্পে থাকায় তাদের ছাড়াই অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোমান।
১০ দিনের টানাপোড়ন শেষে গত শুক্রবার বার্সায় থাকার কথা জানান মেসি। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ কথা না রাখায় বাধ্য হয়ে থেকে যেতে যাওয়ার কথা জানান তিনি।
এদিকে, ফোনালাপ হলেও এখনও নতুন কোচের সঙ্গে মাঠে কথা হয়নি। আগামীকাল থেকে অনুশীলন শুরুর পর আগামী ১২ সেপ্টেম্বর কোমানের অধীনে প্রথম ম্যাচ খেলতে পারেন মেসি। প্রাক-মৌসুমের প্রস্তুতিমূলক ম্যাচে সেদিন নাসতিকের বিপক্ষে মাঠে নামবে বার্সা।
Comments