করোনায় সিকৃবির অধ্যাপক আবু বকর সিদ্দিকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক মারা গেছেন।
সিকৃবির রেজিস্ট্রার অধ্যাপক বদরুল ইসলাম শোয়েব জানান, ২০ আগস্ট অধ্যাপক আবু বকর সিদ্দিকের কোভিড-১৯ শনাক্ত হয়। শনিবার রাতে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার চার দিন পর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে অধ্যাপক আবু বকরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়।
বরিশালের মেহেন্দিগঞ্জে নিজের বাড়িতে অধ্যাপক আবু বকরের দাফন হবে বলে রেজিস্ট্রার জানান।
Comments