চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গতকাল দিবাগত রাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
নিহত মোহাম্মদ বাদশা (২২) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মো. রফিকের ছেলে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাদশা তেলকুপি সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি মাদক চোরাচালানের জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন বলে স্থানীয়রা ধারণা করছে।
সকাল পর্যন্ত তার মরদেহ ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বাইরে পড়ে ছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিএসএফ সদস্যরা সেখান থেকে তার মরদেহ নিয়ে যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
যা বলছে বিজিবি
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, রাতে তেলকুপি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
একজনের মরদেহ পশ্চিমবঙ্গের মালদা ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্প সদস্যদের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে, সেটি কার মরদেহ তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
Comments