শীর্ষ খবর

সেনবাগে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর দুইটার দিকে ছাতারপাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর দুইটার দিকে ছাতারপাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষ্যামালিকা চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষ্যামালিকা চাকমা বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। একটি লন্ড্রি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী এলপি গ্যাস সিলিন্ডার দোকানে ছড়িয়ে পড়ায় বিস্ফোরণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বিকেল পাঁচটার দিকে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫-১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা।’

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’

ছাতারপাইয়া বাজার ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ ও রহিম জানান, জোহরের নামাজ পড়ে তারা মসজিদ থেকে বের হয়ে বাজারের জনতা লন্ড্রির ভিতর থেকে আগুন ধোয়া আসতে দেখেন। এ সময় বাজারের দোকানগুলো বন্ধ ছিল। কিছু বুঝে উঠার আগে দোকানটিতে আগুন ধরে যায়। তখন তাদের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী গ্যাস সিলিন্ডার দোকানে ছড়িয়ে পড়ে। এতে আগুনের ভয়াবহতা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। পুড়ে যাওয়া দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল এবং নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীসহ ৬ জন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago