রামোসের জোড়া গোল-ফাতির রেকর্ড, স্পেনের বড় জয়

spain football team
ছবি: রয়টার্স

আগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিয়ে উজ্জীবিত হয়ে ওঠা স্পেন ঘরের মাঠে দেখাল দারুণ পারফরম্যান্স। ইউক্রেনকে উড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেল লুইস এনরিকের দল।

রবিবার রাতে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে স্প্যানিশরা।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে প্রথমার্ধেই জোড়া গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে জাল খুঁজে নেওয়ার রেকর্ড গড়েন আনসু ফাতি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ফেরান তোরেস লক্ষ্যভেদ করলে বড় জয় নিশ্চিত হয় লা রোজাদের।

পুরো ম্যাচে ছিল স্বাগতিকদের একক আধিপত্য। বল দখলে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি মুহুর্মুহু আক্রমণে ইউক্রেনের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে তারা। দলটির নেওয়া ২৫টি শটের দশটিই ছিল লক্ষ্যে।

তৃতীয় মিনিটেই রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় স্পেন। ডি-বক্সে ফাতি ফাউলের শিকার হওয়ায় রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। ২৯তম মিনিটে দানি ওলমোর ক্রসে রামোসের নিখুঁত হেডে পরাস্ত হন ইউক্রেনের গোলরক্ষক।

৩২তম মিনিটে ইতিহাসের পাতায় ঠাঁই নেন ফাতি। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে লক্ষ্যভেদ করে স্পেনের সর্বকালের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের করে নেন তিনি। সার্জিও রেগিলনের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন গিনি-বিসাউয়ে জন্ম নেওয়া এই ফুটবলার।

৮৪তম মিনিটে স্কোরলাইন ৪-০ করে স্পেন। ইউক্রেনের এক ডিফেন্ডার বল হেড করলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। এরপর ডান পায়ের নিচু শটে গোল করেন বদলি নামা ফেরান।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। আগের ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। প্রথম হারের দেখা পাওয়া ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

গ্রুপের অন্য ম্যাচে সুইজারল্যান্ডের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ ২ পয়েন্ট। সুইজারল্যান্ডের অর্জন ১ পয়েন্ট।

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

57m ago